শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ৪ জয়িতা কে সংবর্ধনা।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ৪ জয়িতা কে সংবর্ধনা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি : “পুরুষের সমকক্ষতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয়,তাহাই করিব” এই শ্লোগান কে সামনে রেখে বোরহানউদ্দিনে পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস ২০১৭। আজ সন্ধ্যায় মহিলা বিষয়ক অধিদপ্তর বোরহানউদ্দিন’র আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় চিত্রাঙ্কন,কুইজ ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহি কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বোরহানউদ্দিন পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখার জন্য ৪ জয়িতাকে সংর্ধনা প্রদান করা হয়।সফল জননী নারী তে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ’র বোন,ভোলা-২আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের শ্বাশুড়ী ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম’র মা: রওসোন আরা বেগম, নির্যাতনের বিভীষিকা নতুন উদ্যামে জীবন এ কামরুন নাহার, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ইশরাত জাহান, সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য সুরাইয়া বেগম কে সংবর্ধনা প্রদান করা হয়।
পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও নির্বাহি কর্মকর্তা মোঃ আঃ কুদদূস।