শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | তজুমদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে- ভোলায় দুটি থানা উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে- ভোলায় দুটি থানা উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী
লালমোহন বিডিনিউজ : শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ব জলবায়ুতে বিশেষ অবদান ও মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দেওয়ায় জাতিসংঘ তাঁকে “চ্যাম্পিয়ন অব দা আর্থ”এবং “মাদার অব দা হিউম্যানিটি” আখ্যায়িত করেছে।
আজ (শনিবার) ভোলা ৩ লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় নবনির্মিত দুটি থানা ভবন উদ্বোধন উপলক্ষে লালমোহনে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
লালমোহন ও তজুমদ্দিনের নবনির্মিত থানা কমপ্লেক্স উদ্বোধনের জন্য গতকাল ঢাকা থেকে লঞ্চযোগে রওয়ানা হয়ে শনিবার সকালে লালমোহন পৌছান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।
প্রথমে তিনি লালমোহন উপজেলায় নবনির্মিত থানা কমপ্লেক্স উদ্বোধন ও জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তজুমদ্দিন উপজেলা থানা কমপ্লেক্স উদ্বোধন করেন। এর পূর্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা ৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, ভোলা জেলা পুলিশ সুপার মো. মোক্তার হোসেন সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেত কর্মিরা ।