শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » উপজেলা পর্যায়ে শিক্ষার গুণগত মান উন্নত করতে হবে-এমপি শাওন ।। লালমোহন বিডিনিউজ
উপজেলা পর্যায়ে শিক্ষার গুণগত মান উন্নত করতে হবে-এমপি শাওন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : মফস্বল এলাকার উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মান উন্নত করতে হবে। লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে এক মতবিনিময় সভায় ভোলা ৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন একথা বলেন।
তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। লালমোহন উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষার মানকে আরো উন্নত করতে হবে এজন্য শিক্ষকদের কে বিশেষ ভুমিকা রাখতে হবে।
সভার সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আফছার উদ্দিন মাষ্টার , সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও দ্বীপ শিখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহীম খলিল হাওলাদার ।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান ফকরুল আলম হাওলাদার, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মনির হাওলাদার , সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন সোহেল , লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন মাষ্টার , লালমোহন সদর ইউনিয়নের মায়া নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রাহমান কামরুল রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল মাষ্টার প্রমুখ।