বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন হয়েছে - এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন হয়েছে - এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন লালমোহন : ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, আমি জনগনের সেবা করি। উন্নয়নের কাজ করি। জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কা নিয়ে আপনাদের নিকট পাঠিয়েছে। আপনাদের সেবা করার জন্য। শেখ হাসিনার প্রতি বিশ্বাস রেখে আপনারা আমাকে এমপি বানিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। বৃহস্পতিবার সকাল ১১টায় লালমোহন পৌরসভা নয়ানী গ্রাম ৪নং ওয়ার্ডে হামিদ হাওলাদার বাড়িসহ কয়েকটি বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি শাওন বলেন, আমরা উন্নয়নের রাজনীতি করি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিবেন। পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাউন্সিলার মনিরুজ্জামান খোকনের নেতৃত্বে রুহুল আমিন হাওলাদার, জাহাঙ্গীর, বশির, মফিজ, খোরশেদ, রিয়াজ, নুরমোহাম্মদসহ বিএনপির আরো কয়েকজন নেতাকর্মী এমপি শাওনের উন্নয়ন কাজে মুগ্ধ হয়ে আওয়ামীলীগে যোগ দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল দুলাল, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সালমা আক্তার বুলু, উপজেলা যুবলীগের সহসভাপতি মোঃ হারুন, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক সামসুদ্দিন হাজী, যুগ্ম আহবায়ক রফিক হাওলাদার, নুর হোসেন সওদাগর, তালু মিয়া, পৌর ৪নং ওয়ার্ড শ্রমিকলীগের আহবায়ক সামসুদ্দিন ঝান্টু, যুগ্ম আহবায়ক দুলাল, রুবেল, মিরাজ প্রমুখ।