
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলার বোরহানউদ্দিনে ৫৫১ কোটি টাকার সিসিব্লক কাজের প্রকল্প হুমকির মুখে।।লালমোহন বিডিনিউজ
ভোলার বোরহানউদ্দিনে ৫৫১ কোটি টাকার সিসিব্লক কাজের প্রকল্প হুমকির মুখে।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,এইচ. এম. এরশাদ বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নে মেঘনার ভাঙ্গন রক্ষায় সিসি ব্লকের ৫৫১ কোটি টাকা বরাদ্ধের প্রকল্প হুমকির মুখে রয়েছে। ৫৫১ কোটি টাকার প্রকল্পের ১৮ নং প্যাকেজের ৩২ কোটি টাকার সিসি ব্লক কাজের ৩শত মিটার দুরেই মেঘনায় ড্রেজার দিয়ে বালু তুলছেন অবৈধ বালু ব্যাবসায়ীরা। ফের নদী ভাঙ্গার আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে ভেস্তে যাবে সরকারের চলমান ৫৫১ কোটি টাকার সিসি ব্লক কাজের প্রকল্প। বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্লক কাজের এলাকায় একে মেঘনা নদী ভাঙ্গন তার উপড়ে অবৈধ ভাবে ৪ টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন অসাধু বালু ব্যাবসায়ী মোঃ ফারুক। এতে হুমকির মুখে রয়েছে ৫৫১ কোটি টাকার প্রকল্প। এ ব্যাপারে ভোলা পানি উন্নয়ন বোর্ডের ১৮ নং প্যাকেজের কাজে দায়িত্বে থাকা ওয়ার্ক এসিষ্টেন মোঃ রাজিব জানান, নদী ভাঙ্গন এলাকায় ব্লক কাজ চলছে , তবে এতো কাছ থেকে কিভাবে ড্রেজার দিয়ে বালু তুলছেন তা আমি জানিনা। ড্রেজার দিয়ে বালু তোলার দায়িত্বে থাকা মোঃ ফারুক বলেন, প্রতি ফুট বালু ২টাকা ৭০ পয়সা করে বিক্রি করি। নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা অবৈধ সেটা আমি জানি। আমাদেরকে দিয়ে ঠিকাদার বালু তুলছেন। ভোলা পানি উন্নয়ন বোর্ডের এসও মোঃ মনজুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হয়নি। বোরহানউদ্দিন পানি উন্নয়ন বোর্ডের এজডি মোঃ ইউনুসের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন পরে কথা বলব আমি ব্যাস্ত আছি। এব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্দূস জানান, সরকারের নির্দেশ অমান্য করে যারা বালু উত্তোলন করছেন অচিরেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।