
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের প্রবীণ ব্যবসায়ী দেলোয়ার হোসেন আর নেই!।। লালমোহন বিডিনিউজ
লালমোহনের প্রবীণ ব্যবসায়ী দেলোয়ার হোসেন আর নেই!।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : লালমোহন পৌরসভা ৮ নং ওয়ার্ড ওয়েষ্টার্ন পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ ফার্মেসী ব্যবসায়ী মো: দেলোয়ার হোসেন দেলু বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বুধবার দেলোয়ার হোসেন তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ স্ট্রোক করলে স্থানীয় ব্যবসায়ীরা তাকে দ্রুত লালমোহন হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা এবং সেখান থেকে বৃহস্পতিবার সকাল ৯টার সময় বরিশাল নেয়ার পথে মৃত্যুবরণ করেন।
মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি তার তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ওয়েষ্টার্ন পাড়া ব্যবসায়ী সমিতি ও তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বৃহস্পতিবার জোহরের নামায থেকে মাগরিব নামায পযন্ত দোকান বন্ধ ঘোষনা করেন।
আজ রাত ৮টায় পৌর ৭ নং ওয়ার্ড শেখের দোকান বালুর মাঠ এলাকায় মরহুমের নিজ বাড়িতে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর পরিবার।