বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই - এমপি শাওন ।।লালমোহন বিডিনিউজ
ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই - এমপি শাওন ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন লালমোহন:ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, আমি রাজনীতি করি অবহেলিত বঞ্চিত গরিব মানুষের উন্নয়ন ও কল্যানের জন্য। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য। গরিব অসহায় দুস্থদের সেবা করে আমি তৃপ্তি পাই। আমি আপনাদের সকলের দোআ ও ভালবাসা নিয়ে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত কর্মী হয়ে বেঁচে থাকতে চাই। দুর্নীতি মুক্ত উন্নয়ন ও কল্যানের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। বুধবার সকলা ১১টায় লালমোহন উপজেলার আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন আইসিটি ফ্রি প্রোগ্রাম সেন্টারে ভোলা-৩ দ্বীপবন্ধু সাইবার ফোরামের সদস্যদের মাঝে স্মার্ট ফোন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি শাওন বলেন, আপনারা শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন। এ সময় আইসিটি প্রোগ্রামের শিক্ষার্থীদের পক্ষ থেকে এমপি শাওনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদ্যুৎস্পৃষ্টে আহত ঢাকা স্টেট কলেজের মেধাবী ছাত্র এমদাদুল ইসলাম শুভকে পৌর ৪নং ওয়ার্ড নয়ানী গ্রামে দেখতে যান তিনি। আহত শুভর পরিবারের খোঁজ খবর নেন এবং তার চিকিৎসার ব্যয়ভার তিনি বহন করে নেন। তিনি শুভর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করেন। এছাড়া তিনি আরো কয়েকটি অনুষ্ঠান ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং নেতাকর্মীসহ জনগনের সাথে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল দুলাল, কাউন্সিলর মনিরুজ্জামান খোকন, আলহাজ্ব জুলফিকার মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হাওলাদার, সাধারন সম্পাদক আবুল হাসান রিমন, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।