সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিধি ভঙ্গ করে প্রাথমিক শিক্ষকের শ্রান্তি বিনোদন ভাতা গ্রহণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিধি ভঙ্গ করে প্রাথমিক শিক্ষকের শ্রান্তি বিনোদন ভাতা গ্রহণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,লালমোহন প্রতিনিধি : লালমোহনে সরকারি বিধিভঙ্গ করে শ্রান্তি বিনোদন ভাতা তুলেছেন প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারি শিক্ষক। পূর্ব চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মাহবুব আলম মনপুরা উপজেলায় থাকা কালে ২০১৬ সালে ভাতা গ্রহণ করেন। পরবর্তীতে লালমোহনে বদলী হয়ে এক বছরের মাথায় আবারো ২০১৭ সালে শ্রান্তি বিনোদন ভাতা তোলেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মাহবুব আলম ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিল। ওই সময়ে তাকে মনপুরা বদলী করা হয়। মনপুরা উপজেলা থেকে ১৫-১৬ অর্থ বছরে উপজেলা শিক্ষা অফিস ২১/০৬/২০১৬ ইং তারিখে ১৬৬/১০৭ নং স্মারকে ৬ হাজার ৪৮০ টাকা শ্রান্তি বিনোদন ভাতা গ্রহণ করেন। নিয়মানুযায়ী ৩ বছরের আগে আর এই ভাতা তুলতে না পারলেও এরই মধ্যে ফেব্রুয়ারী ২০১৭ তে মাহাবুব আলম লালমোহন পূর্ব চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে এসে লালমোহন উপজেলা শিক্ষা অফিসকে ভুল বুঝিয়ে ২০১৬-১০১৭ অর্থ বছরে পূণরায় ১৩ হাজার পঞ্চাশ টাকা শ্রান্তি বিনোদন ভাতা গ্রহণ করে। পরপর দুই বছরে অনিয়ম ও দূর্নিতী করে ২টি শ্রান্তি বিনোদন ভাতা গ্রহণ করে সরকারি অর্থ আত্মসাৎ করেন মাহবুব আলম। তিন বছর পূর্ণ না হওয়ায় পরপর দুইটি বিনোদন ভাতা গ্রহণ করার ঘটনায় শিক্ষক মহলে তোলপাড় চলছে।
এ ব্যাপারে শিক্ষক মাহবুব আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি দুবার ভাতা পেয়েছি কিনা জানা নেই, যদি পেয়ে ও থাকি সেটা শিক্ষা অফিসের ভুল আমার নয়। তাছাড়া ভাতার বিষয়টি আমার এসিআর এ ও উল্লেখ নেই যে, আমি উৎস ভাতা পেয়েছি।
লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জালাল আহমদ এর মুঠোফোনে জানতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেন তিনি ।