সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » জামিন নিতে মঙ্গলবার আদালতে যাবেন বেগম খালেদা জিয়া।। লালমোহন বিডিনিউজ
জামিন নিতে মঙ্গলবার আদালতে যাবেন বেগম খালেদা জিয়া।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন নিতে আগামীকাল মঙ্গলবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির না হওয়ায় জামিন বাতিল করে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ওই দিন বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর ডাকা হরতালের কারণে সকালে খালেদা জিয়া আদালতে যেতে পারেন নি বলে শুনানিতে বলেছিলেন খালেদা জিয়ার আইনজীবী জাকির।
তিনি আদালতকে বলেছেন, বাম দলের হরতাল চলছে আজ। দুপুর ২টা পর্যন্ত হরতাল চলবে। হরতাল শেষ হলে খালেদা জিয়া আদালতে উপস্থিত হবেন। এরপর বেলা ১২ টার পর আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।