সোমবার, ২৫ মে ২০১৫
প্রথম পাতা » খেলা | শিরোনাম | সর্বশেষ » ফিটনেসজনিত কারণে ভারত সিরিজে রুবেলের খেলা নিয়ে সন্দেহ
ফিটনেসজনিত কারণে ভারত সিরিজে রুবেলের খেলা নিয়ে সন্দেহ
স্পোর্টস ডেস্ক : ফিটনেসজনিত কারণে ভারত সিরিজে রুবেলের খেলা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ফলে দল নির্বাচনে রুবেলকে নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নির্বাচকরা।জানা গেছে, রুবেলেদের থাকা না থাকা নিয়ে নির্বাচকরা সন্দিহান। চিকিৎসক দেবাশীস চৌধুরীও এখন পর্যন্ত সবুজ সংকেত দেননি এ নিয়ে।এনডিটিভির খবর অনুযায়ী, দেবাশীস চৌধুরী রুবেলের ব্যাপারে বলেন, ‘ও (রুবেল) এখনো পুরোপুরি ফিট হয়নি।
তিনি আরো বলেন, রুবেল গতকাল পর্যন্ত আমাদের আশানুরূপ ফিটনেস লেভেল পৌঁছতে পারেনি। তাই আমরা তাকে শতভাগ ফিট বলে ঘোষণা করতে পারছি না। এমনকি সে বেশকিছু ফিটনেস পরীক্ষাতেও ভালো করতে পারেনি। এছাড়া ব্যক্তিগত কিছু কারণে গুরুত্বপূর্ণ কিছু সেশনেও অনুপস্থিত ছিলো। পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে পেশীতে টান পড়ে রুবেলের। এ কারণে ঢাকাতে দ্বিতীয় টেস্টেও খেলা হয়নি তার। আগামী ১০ তারিখ থেকে ভারতের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ শিবিরে রুবেলের অনুপস্থিতি কিছুটা ভোগাবে তাতে সন্দেহ নেই।