শনিবার, ২ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলার কেন্দ্রীয় কালী মন্দিরে দুর্ধষ চুরি ।। লালমোহন বিডিনিউজ
ভোলার কেন্দ্রীয় কালী মন্দিরে দুর্ধষ চুরি ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা, ভোলা : ভোলা জেলার কেন্দ্রীয় কালী মাতার মন্দিরে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোরের দিকে ওই মন্দিরের গ্রীল ও গেলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে প্রায় ১২ ওজনের স্বর্ণ ও রুপা চুরি হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
ওই মন্দিরের পুরোহিত জয় চ্যাটাজি জানান, চুরি ভিতরে প্রবেশ করে একটি স্বর্ণের চিব্বা, এক জোড়া কানের দুল, চোঁখ দুইটি, টিকলি একটি, হাতের চুড়ি এক জোড়া ও রুপার চূড়া এক জোড়া, নুপুর তিন জোড়া, হাতের একটি ব্রেসলেট নিয়ে যায়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ জানান, কেন্দ্রীয় মন্দিরে এমন চুরির ঘটনায় দুঃখ প্রকাশ করে জরিতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, জরিতদের আটকদের চেষ্টা চলছে।