শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | ভোলা | শিরোনাম | সর্বশেষ » জমি জমা বিরোধের জের বোরহানউদ্দিনে ছাত্রলীগ নেতা ও তার মাকে কুপিয়ে জখম।।লালমোহন বিডিনিউজ
জমি জমা বিরোধের জের বোরহানউদ্দিনে ছাত্রলীগ নেতা ও তার মাকে কুপিয়ে জখম।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমির বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা সোহাগ ও তার মা উলফতুননেছাকে কুপিয়েগ গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। মুমূর্ষু মা ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে। গতকাল সকালে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে নাড়িকেল পড়তে গেলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মা ও ছেলে আহত হয়েছেন। বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।