শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে আহত।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে আহত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে স্বামী কর্তৃক যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে আহত করেছে। বুধবার বিকাল আনুমানিক ৪ টার সময় নোয়াবআলী (বাড়ীর) মোঃ মজিল উদ্দিন যৌতুকের দাবীতে তার স্ত্রী নাসিমা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় একই বাড়ীর নাসিমা বেগমের ভাই আরিফ ছারাতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোক তাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। আহত নাসিমা বেগম জানান, ৪বৎসর পূর্বে একই বাড়ীর আমার চাচাত ভাই মজিল উদ্দিন এর সাথে বিবাহ হয়। আমাদের ১টি মেয়ে ও ১ টি ছেলে সন্তান আছে। আমার স্বামী ঢাকায় রাজমিস্ত্রী কাজকরা অবস্থায় একটি মেয়ের সাথে সম্পর্ক হয়। তার পর থেকে আমাকে ১ লক্ষ টাকা যৌতুকের দাবীতে আমার উপড় শারীরিক ও মানুষিক ভাবে নির্যাতন করে। পরে আমি একলক্ষ টাকা যৌতুক দিতে না পারায় বুধবার আমাকে এলোপাথারী মারধোর করে। এসময় আমার ভাই আরিফ ছারাতে গেলে তাকেও দা দিয়ে মাথায় কুপিয়ে কাটা জখম করে। আমরা হাসপাতালে ভর্তি অবস্থায় আমার স্বামী আমাদেরকে হুমকি দেয়। এব্যাপারে হামলা কারী মজির উদ্দিনের কাছে জানতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায়নি। এঘটনায় আহত নাসিমা বেগমের বাবা সুলতান আহম্মেদ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার জানান, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যাবস্থা গ্রহনকরা হবে।