বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা-ঢাকা নৌ-রুটে রোটেশন প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ।। লালমোহন বিডিনিউজ
ভোলা-ঢাকা নৌ-রুটে রোটেশন প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : উপকূলীয় জেলা ভোলার ঢাকার সাথে অন্যতম মাধ্যম হচ্ছে লঞ্চ। কিন্তু লঞ্চ মলিকরা দীর্ঘদিন ধরে ভোলা ঢাকা নৌরুটে সিন্ডিকেট করে যাত্রীদের হয়রানি করে আসেছে। তাই ভোলা ঢাকা নৌরুটের লঞ্চ রোটেশন প্রথা বাতিল,লঞ্চ শ্রমিক কৃর্তক যাত্রী হয়রানি বন্ধ ,কেবিন সিন্ডিকেট বন্ধ ও নিরাপদ নৌপথের দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে ভোলার সচেতন নাগরিকগণ।
বৃহস্পতিবার সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে ভোলা জেলা লঞ্চ যাত্রী কল্যান পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
এতে ভুক্তভূগী সহ ভোলার সামাজিক, পেশাজীবি,আইনজীবি, সাংস্কৃতিক কর্মীরা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে।
এসময় বক্তারা বলেন, লঞ্চ সিন্ডিকেটের কালো থাবা ভোলার অর্থনিনিতিক উন্নয়নে বড় বাধা হয়ে দাড়াচ্ছে। অবিলম্বে ভোলা ঢাকা নৌরুটের লঞ্চ রোটেশন প্রথা বাতিল,লঞ্চ শ্রমিক কৃর্তক যাত্রী হয়রানি বন্ধ ,কেবিন সিন্ডিকেট বন্ধ, লঞ্চ মালিক সিন্ডিকেট বাতিল করে যাত্রী হয়রানি বন্ধ করার দাবী জানান জানান। এবং বিআই ডাব্লউটিআই এর নিয়ম অনুযাযী যদি ৫টি লঞ্চ চলাচল না করে তবে হরতাল ও লঞ্চঘাট ঘেরাও করার হুশিয়ারি দেন তারা।
পরে ভোলা জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও সংস্লিষ্ট মন্ত্রানালয়ের মন্ত্রীদের বরাবর স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, ভোলা ঢাকা নৌরুটে ৫টি লঞ্চকে রুটেশন পারমিট দেওয়া হলেও বর্তমানে প্রতিদিন ভোলা থেকে ২টি লঞ্চ চারগুন যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছে।