মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ইউপি নির্বাচনে ১১৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে ইউপি নির্বাচনে ১১৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মেহেদীহান্নান : ভোলা চরফ্যাশন উপজেলার তিনটি ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল,জিন্নাগর,আমিনাবাদ ও নীলকমল ৩ টি ইউপি চেয়ারম্যান পদে ১০ জন,সংরক্ষিত ২৬ জন,সাধারন সদস্য পদে ৮৩ জন,মনোনয়ন পত্র দাখিল করেছেন।উপজেলা নির্বাচন অফিস সুত্রে যানাযায়,আগামী ২৮ শে ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে,২৭নভেম্বর মনোনয়ন পত্র দাখিল,২৯নভেম্বর যাছাই-বাছাই। ৬ ডিসেম্বর প্রত্যাহারের শেষ তারিখ রয়েছে।নির্বাচন চেয়ারম্যান পদে জিন্নাগড় ইউনিয়নে নৌকা প্রতীকের মোহাম্মদ হোসেন,ধানের শীষের এমরান ভূইয়া,স্বতন্ত্র আলাউদ্দিন। আমিনাবাদ ইউনিয়নের নৌকা প্রতীকের জামাল উদ্দিন মাস্টার,ধানের শীষের প্রভাষক গোলাম আক্তার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আবু সায়েম,নীলকমল ইউনিয়নে নৌকা প্রতীকের আলমগীর হোসেন হাওলাদার,ধানের শীষের নওরোজ বাবুল,স্বতন্ত্র ইকবাল হোসেন লিখন,ইসলামী শাসনতন্ত্র ওমর ফারুক পাঠান। মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ ছাড়াও সংরক্ষিত জিন্নাগড় ৩১ জন,আমিনাবাদ ২৫ জন, নীলকমল ২৭ জন মনোনয়ন পত্র দাখিল করেন।