রবিবার, ২৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিকাশ অফিসারের উপর ছিনতাইকারীদের হামলা, ১৬লক্ষ টাকা ছিনতাই ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিকাশ অফিসারের উপর ছিনতাইকারীদের হামলা, ১৬লক্ষ টাকা ছিনতাই ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : লালমোহনে মো: তুহিন (২৪) নামের বিকাশের এক সেল্স অফিসারের উপর হামলা চালিয়ে তার সাথে থাকা ১৬ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর স্লুইজগেট এলাকায় এ ঘটনা ঘটে।
লালমোহন বিকাশ অফিসের কর্মকর্তা সোহাগ জানান, তুহিন লালমোহন উত্তরা ব্যাংক থেকে ১৬ লাখ ২০ হাজার টাকা তুলে মোটরসাইকেল যোগে বদরপুর ইউনিয়নে মার্কেটিং এ রওয়ানা হয়।
পথিমধ্যে নবীনগর বাজারের দুই দোকানে টাকা দিয়ে নাজিরপুরের উদ্দেশ্যে যাবার পথে স্থানীয় বেড়ি বাঁধের উপর পৌছলে একদল দুর্বৃত্ত তুহিনের মোটরসাইকেল পথরোধ করে। এসময় তাকে স্লুইজ গেটের দিকে নিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
তুহিনের মোটরসাইকেলে আরেকজন আরোহী থাকলেও তার কোন ক্ষতি হয়নি বলে ও জানান লালমোহন বিকাশ অফিসের এই কর্মকর্তা।
সংবাদ পেয়ে আহত তুহিনকে লালমোহন হাসপাতালে নিয়ে আসা হলে রোগীর অবস্থা আশংকাজনক দেখে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
হামলার শিকার বিকাশ কর্মী তুহিন ভোলা সদর উপজেলার আলিনগর ইউনিয়ন ১নং ওয়ার্ডের জামাল ডাক্তারের বড় ছেলে বলে জানা গেছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর জানান, বিকাশ কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের খবর শুনেছি। থানা থেকে অফিসারসহ আমি নিজে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছি।
সংবাদ লেখা পযর্ন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।