শনিবার, ২৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | তথ্যপ্রযুক্তি | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বঙ্গবন্ধু’র ভাষণ মেমোরী অব দ্য ওয়ার্ল্ড স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বঙ্গবন্ধু’র ভাষণ মেমোরী অব দ্য ওয়ার্ল্ড স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ “ইউনেস্কোর মেমোরী অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল” রেজিস্টারে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে র্যালী, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামছুল আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী রেজা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদলসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।