শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদেরকে জেলে যেতে হবে: লালমোহনে বাণিজ্যমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদেরকে জেলে যেতে হবে: লালমোহনে বাণিজ্যমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ক্ষমতা বিএনপি’র নেই। তাদেরকে এ সরকারের অধীনেই নির্বাচনে আসতে হবে। না আসলে তারা অস্তিত্ব সংকটে পড়বে। যারা নির্বাচন ঠেকানোর স্বপ্ন দেখেন তাদের সেই স্বপ্ন কোন দিন পূরন হবে না।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ শুক্রবার দুপুরে ভোলার লালমোহনে আব্দুল হান্নান হাওলাদার শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ মন্তব্য করেন।
বিএনপিকে চ্যালেঞ্জ দিয়ে তোফায়েল আহমেদ বলেন, আন্দোলনের নামে যারা সন্ত্রাসী কর্মকান্ড করবেন তাদের জেলে যাওয়া ছাড়া কোন উপায় থাকবে না। বিএনপি নেতারা যতই কথা বলুক না কেন নির্বাচনে অংশগ্রহন ছাড়া তাদের সামনে বিকল্প কিছু নেই।
ঢাকাস্থ ভোলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।