শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » শনিবার দুপুরে শোভাযাত্রা, বিকেলে জনসভা, থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।। লালমাহন বিডিনিউজ
শনিবার দুপুরে শোভাযাত্রা, বিকেলে জনসভা, থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।। লালমাহন বিডিনিউজ
লালমোহন বিডিনউজ, ঢাকা: বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতি উদযাপন উপলক্ষে শনিবার বেলা ১২টায় ধানমন্ডির ৩২ নম্বর থেকে শুরু হবে শোভাযাত্রা এবং বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার শনিবার ২৫ নভেম্বর দেশব্যাপী আনন্দ উৎসবের আয়োজন করা হবে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা অধিদফতর, গণমাধ্যম ও সুশীল সমাজের সদস্যরা এ সভায় উপস্থিত ছিলেন।