বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » তাদের আন্দোলন করার সক্ষমতা ও সাহস নেই, এটা প্রমাণ হয়ে গেছে- সেতুমন্ত্রী ।। লামোহন বিডিনিউজ
তাদের আন্দোলন করার সক্ষমতা ও সাহস নেই, এটা প্রমাণ হয়ে গেছে- সেতুমন্ত্রী ।। লামোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যতই আন্দোলনের ডাক দিক, পেট্রলবোমা ব্যর্থ হয়েছে। অন্ধকারে তারা ঢিল ছুঁড়ছে।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জে তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, আন্দোলনের যতই হাঁকডাক দিক, পেট্রলবোমা ব্যর্থ হয়েছে। আর এসব হচ্ছে অন্ধকারে তারা ঢিল ছুঁড়ছে, তাদের আন্দোলন করার সক্ষমতাও নেই, সাহসও নেই। এটা প্রমাণ হয়ে গেছে।
নতুন করে তারা অস্ত্রের ভাষায় কথা বলছে। অস্ত্রের ভাষায় যারা কথা বলে তারা ক্ষমতায় এলে দেশের কী হবে সেটা মানুষ ভালো করেই জানে।
ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) এখন অস্ত্রের ভাষায় কথা বলছে। পেট্রলবোমায় শত শত মানুষ পুড়িয়ে মেরেছে তারা। সেটা কি ভুলে গেছে? তিনি বলেন, বিএনপির পেট্রলবোমা ব্যর্থ হয়েছে। এখন নাকি লোহার হাতুড়ি দিয়ে এবার আন্দোলন করবে। অস্ত্রের ভাষায় যারা কথা বলে, তাদের পরিণতি অত্যন্ত করুণ এবং ভয়াবহ।
সেতুমন্ত্রী আরো বলেন, জ্বালাও-পোড়াও আন্দোলন করে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়েছে। তারা আবার তাদের বিভীষিকাময় কর্মকান্ডে প্রত্যাবর্তন করে আরো জনবিচ্ছিন্ন হবে, এই ঝুঁকি নেবে কি না এটা বিএনপির সিদ্ধান্ত।