বুধবার, ২২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি:ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিজয় দিবস-২০১৭ যথাযোগ্য মর্যাদায় র্যালি , কুচ্কাওয়াজের ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যদিয়ে সুন্দর ও প্রানোবন্তভাবে উদ্যাপন করা যায় এবং মাহান দিবসের বিশেষত্ব পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা যায় সেই বিষয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আব্দুল কুদ্দূস এর সভাপত্বিতে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বিগত দিনের ন্যায় এ উপলক্ষ্যে মাধ্যমিক স্কুল প্রাইমারী স্কুল, কিন্ডার গার্টেন , মাদ্রাসা, কলেজ ও পলিটেকনিক কলেজের প্রধানগণের উপস্থিতিতে উক্ত সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সফল করার জন্য সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণের বিষয়ে জোড় দেয়া হয়। বিদ্যালয় প্রধানগণের সন্মতিতে ৯ ডিসেম্বর প্রাইমারী স্কুল ও কিন্ডারগার্টেন, ১৩ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের মহড়া অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর পৌরসভার উদ্দ্যোগে সকল সরকারী ও বে-সরকারী গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জা করা হবে। উক্ত সভায় উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, ভাইস চেয়ারম্যান রাসেল আহাম্মেদ মিয়া , হাসাননগর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক জনাব জাফর উল্লাহ চৌধুরী, কুতুবা ইউনিয়নের চেয়ারম্যান জনাব নাজমুন আহসান জোবায়েদ, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সাফিজল হক ফরাজী, মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস, বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ হান্নান, সহ সাধারণ সম্পাদক মিশ্র দাস উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মাহমুদ শাওন, কোষাধক্ষ্য আঃ আজিজ সহ বিভিন্ন সামজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।