বুধবার, ২২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশন দুলারহাটকে থানা ঘোষনা করায় চেয়ারম্যান মোস্তাফিজের নেতৃত্বে আনন্দ মিছিল।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশন দুলারহাটকে থানা ঘোষনা করায় চেয়ারম্যান মোস্তাফিজের নেতৃত্বে আনন্দ মিছিল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মেহেদী হান্নান :চরফ্যাশন উপজেলার দুলারহাট একটি নতুন থানা অনুমোদন করা হয়েছে। সোমবার ৩টায় প্রধান মন্ত্রী নিকাহ সভায় দু’টি থানা অবুমোদন করেন। উপ মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাজব (এম পি) এই বিষয়টি নিচ্ছিত করেন। এদিকে নতুন থানার সংবাদে দুলারহাট এলাকায় ছড়িয়ে পড়লে আজ বুধবার সকাল ১০টা থেকে টানা ২টা পর্যন্ত নুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃমোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আ’লীগের সহযোগি সংগঠন ও সাধারন মানুষ আনন্দ মিছিল বের করেন। আনন্দ মিছিলে হাজারো মানুষের ঢল নেমে আসে।এতে চরফ্যাশন উপজেলার সর্ব বৃহত্তম মটর শোভা হয় শোভা যাত্রাতে প্রায় ৭০০ টি মটর গাড়ি ১০০শত ইজি বাইক সহ মিছিলটি দুলারহাট থেকে শুরু করে চরফ্যাশন উপজেলায় প্রদক্ষিণ করেন পরে দুলারহাট থানার আবুবকর পুর.নীলকমল.আহাম্মদপুর.নুরাবাদ ইউনিয়নের বিভিন্ন বাজার প্রদক্ষিণ করেন.মিছিল শেষে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন দুলারহাট থানা আমাদের মন্তী মহোদয়ের একান্ত প্রচেষ্ঠা হয় এতে দুলারহাটের হাজারো মানুষের উপকার হবে বলে আমরা আশা বাদি।