বুধবার, ২২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » জনগনের প্রশ্নের উত্তর দিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য শাওন।।লালমোহন বিডিনিউজ
জনগনের প্রশ্নের উত্তর দিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন জনগণের মুখোমুখি হয়েছেন। এসময় তিনি জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি হিসেবে সাংসদ শাওন লালমোহনের সাধারণ মানুষের সরাসরি সমস্যা নিয়ে করা প্রশ্নের উত্তর দেন।
আজ সকাল ১১ টায় লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে এ অনুষ্ঠানে শিক্ষক, রাজনীতিবীদ, সাংবাদিক, কৃষক, শ্রমিক ও নারী সমাজসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। এসময় তারা সরাসরি এমপি শাওনের কাছে তাদের সমস্যা ও উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। সকলের প্রশ্নের সঠিক উত্তর প্রদান করেন এমপি শাওন।
দেশে এই প্রথম কোন সংসদ সদস্য “জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি” অনুষ্ঠান এর আয়োজনে করে এবং তার মাধ্যমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রশ্নের উত্তর প্রদান করেন। বাংলাদেশে এই প্রথম জনগণেরে মুখোমুখি জনপ্রতিনিধির জবাব দিহিতা মূলক অনুষ্ঠানের আয়োজন নিয়ে ইতো মধ্যে লালমোহনসহ ভোলার বিভিন্ন মহলে ব্যাপক সারা পড়েছে।
এর আগেও এমপি শাওন সরাসরি ফেসবুক লাইভে তাঁর নির্বাচনী এলাকার জনগনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কয়েকবার প্রশ্নের উত্তর দিয়েছিলেন।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার শামছুল আরিফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদারসহ আরো অনেকে।