মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » ভোলার মনপুরায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের মাঝে চেক ও টিন বিতরন।।লালমোহন বিডিনিউজ
ভোলার মনপুরায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের মাঝে চেক ও টিন বিতরন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা ভোলা : ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলায় গত ১২ নভেম্বর অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানি ও মালিকসহ ১৪ জনের মাঝে চেক ও টিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে মনপুরা উপজেলার উদ্যোগে এ চেক ও টিন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ সোহাগ হাওলাদার,উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক এ কে এম শাহজাহান, ২নং হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন,মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমানত উল্যাহ আলমগীর,উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার আবুল কাশেম মাতাব্বর,প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন,উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল হোসেন আবু মেম্বার,সাবেক হাজির হাট বাজার সেক্রেটারী মোঃ মহিউদ্দিনসহ সকল বাজার ব্যাবসায়ী,সাংবাদিক,গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় তারা ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী ও ঘর মালিকদের প্রত্যেককে ৬ হাজার করে মোট ৮৪ হাজার টাকার চেক ও ২ বান করে মোট ২৮ বান টিক বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর ভোলার মনপুরা উপজেলার হাজির হাট বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ৯ দোকান সম্পূর্ণসহ মোট ১৪ দোকানের ক্ষয়-ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও ঘর মালিকরা হলেন, মোঃ আব্বাস,আবু জাফর,মোঃ ফারুক,মোঃ নুরনবী তারেক,চান মিয়া,আঃ রহমান,মোঃ হাসান,মোঃ হোসেন ও মোঃ মফিজুল ইসলাম ফিরোজ ও ঘর মালিকরা হলেন, জবেদ আলী,খাদিজা বেগম রুনু,মোঃ হানিফ খলিফা,মোঃ আবু মিয়া,মোঃ মফিজুল ইসলাম ফিরোজ।