সোমবার, ২০ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | মুক্তমত | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে আজম রোডে আজব ব্রিজ, মরণ ফাঁদে পরিণত ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে আজম রোডে আজব ব্রিজ, মরণ ফাঁদে পরিণত ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : লালমোহন উপজেলার ফরাজগঞ্জ সাদাপুল এলাকার পশ্চিশ পার্শ্বে নবনী ব্রিক ফিল্ড এলাকার আজম রোড সংলগ্ন খালের উপর বছর খানেক পূর্বে একটি ব্রিজ নির্মিত হয়। ব্রিজটির কাজ সম্পন্ন করা হলে ও দু-ধারের মাটি ভরাট না করার ফলে ব্রিজের সাথে রাস্তার কোন সংযোগ নেই । ফলে ব্রিজের উপর থেকে কাঠের তৈরী সাঁকো দিয়ে পারাপার করছে স্থানীয়রা । ব্রিজের এমন করুণ দশা হওয়ায় স্থানীয়রা এর নাম দিয়েছেন ” আজম রোডের আজব ব্রিজ”।
এ এলাকার জনসাধারণের পাশাপাশি শত শত কোমলমতি শিক্ষার্থীরা স্থানীয় মহেষখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্তাজউদ্দিন দাখিল মাদ্রাসায় নিয়মিত যাতায়াত করতে হয় এ ব্রিজটি দিয়ে। একটু অসাবধানতার ফলে যেকোন সময় দুর্ঘটনা কবলীত হতে পারে কোমলমতি এসকল শিশুরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পার হচ্ছে এ ব্রিজটি। এসকল কোমলমতি শিশুরা জানায়, এই সাঁকো পার হতে আমাদের ভয় লাগে তাই আমরা সকলে দাড়িয়ে থেকে এক এক করে পার হতে হয় ।
আজম রোডের এ ব্রিজটির নির্ভীঘ্নে চলাচলের উপযোগী করে তোলার জন্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি’র সুদৃষ্টি কামনা করছেন স্থানীয় এলাকাবাসী।