সোমবার, ২০ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | মুক্তমত | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় কলেজ ছাত্রকে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ।। লালমোহন বিডিনিউজ
ভোলায় কলেজ ছাত্রকে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,ভোলা প্রতিনিধি : ভোলা সরকারি কলেজের অনার্স (বিবিএ) ৪র্থ বর্ষের ছাত্র মো. শরিফুল ইসলামকে ইলিশা তদন্ত কেন্দ্রের এএসআই খলিল কর্তৃক অমানুষিক নির্যাতন, টাকা ছিনতাই ও মিথ্যা মামলার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা পুলিশ সুপার মো. মোকতার হোসেনের নিকট স্মারক লিপি প্রদান করেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে ভোলা কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র মো. শরিফুল ইসলাম ওই কেন্দ্রের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় কেন্দ্রে ডিউটিতে থাকা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই খলিল কলেজ শিক্ষার্থী শরিফকে ডাক দিয়ে দাড় করায়। পরে তাকে কোনো কিছু না বলে এলোপাথারি মারধর করতে থাকে। এক পর্যায়ে তার সাথে থাকা পুলিশ সদস্যরাও তাকে চর থাপ্পর মারে। এবং তার পকেটে থাকা বিশ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। তাকে মারধরের কারণ জানতে চাইলে এএসআই খলিল তাকে চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি দেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গির আলম শরীফ, মো: শুভ, আরিফ হোসেন, তানজিল ইসলাম, নয়ন হোসেন, দেলোয়ার ও মো. সুমন প্রমূখ।
এ ব্যাপারে অভিযুক্ত এএসআই খলিল বলেন, পিইসি পরীক্ষা চলাকালিন সময়ে শরিফ কেন্দ্রে নকল দেয়ার সময় আমরা তাকে বাঁধা দেই। এ সময় কনষ্টবলদের সাথে ধস্তাধস্তি হয়।এবং তারা তাকে দু/একটি চরথাপ্পর দেয়। তার কাছ থেকে কোনো টাকা ও মোবাইল নেয়া হয়নি।