সোমবার, ২০ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে লঞ্চের ধাক্কায় নিখোঁজ আরো ১ জেলের লাশ উদ্ধার ।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে লঞ্চের ধাক্কায় নিখোঁজ আরো ১ জেলের লাশ উদ্ধার ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিন উপজেলার আলিমুদ্দিন বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে এমভি ফারহান ৫ লঞ্চের ধাক্কায় নিখোঁজ ২ জেলের মধ্যে মিরাজ (১৫) নামের এক জেলের লাশ উদ্ধার হয়। নিখোঁজের ৪ দিন পর সোমবার ভোর রাতে স্থানীয় জেলরা মেঘনানদী থেকে নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার করেন ।
স্থানীয় জেলেরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি ময়না তদন্তের জন্য ভোলা মর্ঘে পাঠায়।
উল্লেখ যে, গত শুক্রবার ভোর রাতে ঢাকাথেকে বেতুয়াগামী এমভি ফারহান ৫ লঞ্চটি ভোলার বোরহানউদ্দিন উপজেলার আলিমুদ্দিন মাছঘাটের একটি মাছ ধরা ট্রলারকে মেঘনা নদীতে ধাক্কাদেয় । এসময় ৬ জেলের মধ্যে গিয়াস উদ্দিন নামের একজন নিহত, দুইজন নিখোঁজ ও তিন জেলে আহত হয়।
নিখোঁজ কামাল ও মিরাজের মধ্যে সোমবার ভোর রাতে মেঘনা নদীথেকে মিরাজের লাশ উদ্ধার হয়।
এ ঘটনায় নিহত গিয়াস উদ্দিনের ভাই মো: জসিম উদ্দিন বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো: শহীদুল ইসলাম জানান, এমভি ফারহান ৫ লঞ্চের ধাক্কায় নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার হয়েছে ও কামালকে উদ্ধার অভিযান চলছে। এঘটনায় থানায় মামলা হয়েছে।
ছবি : সংগৃহীত