সোমবার, ২০ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন সফরে এমপি শাওন’র ব্যস্ততম প্রথম দিন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন সফরে এমপি শাওন’র ব্যস্ততম প্রথম দিন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : লালমোহনে তিন দিনের সাংগঠনিক সফরের উদ্দেশ্যে গতকাল রোববার ঢাকা থেকে লঞ্চযোগে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে আজ ( সোমবার ) সকালে উপজেলার ধলীগৌরনগর অবতরণ করেন ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ও তাঁর সহধর্মিনী ফারজানা চৌধূুরী রত্না ।
এসময় তাদের কে শুভেচ্ছা জানাতে ধলীগৌনগর লঞ্চঘাট এলাকায় উপস্থিত হয় উপজেলা আ”লীগ অংগ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীসহ স্থানীয় জনতা ।
ধলীগৌরনগর নেমেই সস্ত্রীক অত্র ইউনিয়নের কামারের খাল বেড়ী বাঁধ পরিদর্শন, নদী ভাঙ্গন কবলীত অসহায় ও দুস্থদের সাথে কুশল বিনিময় করেন এমপি শাওন । এসময় স্থানীয় অসহায় নারী ও শিশুদের পরম ভালবাসায় সিক্ত হন এমপি শাওন ও তাঁর সহধর্মিনী ।
পরবর্তীতে ধলীগৌরনগর আবদুল মোতালেব চেয়ারম্যান বাড়ীর কবর জিয়ারতে অংশগ্রহণ করেন এমপি শাওন।
লালমোহন সদর এলাকায় ফিরে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও বালুরচর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে উঠান বৈঠকে যোগ দেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন । এসময় তাকে ফুলের মালা দিয়ে অভর্থনা জানান স্থানীয়রা।