শনিবার, ১৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » আকরামুল’র মুক্তির দাবীতে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ।। লালমোহন বিডিনিউজ
আকরামুল’র মুক্তির দাবীতে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, স্টাফ রির্পোটার : জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদ এবং অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা।
শনিবার(১৮নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ধানমন্ডি গ্রীন রোডে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিলটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ধানমন্ডি এসে শেষ হয় এবং সেখানেই সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সজিব, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আজমির হোসেন,সহ-সভাপতি সাহাদাত সোহাগ,ইমরান শাহীন,খায়রুল, সাইফুল ইসলাম তুহিন, নুরুল আলম আলামিন,কামরুল হাসান ফিরোজ প্রমুখ।
সমাবেশে বক্তাগণ অবিলম্বে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু’র নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। বক্তাগণ বলেন, মিথ্যা মামলা ও হামলা করে জাতীয়তাবাদী ছাত্রদলের অগ্রযাত্রাকে স্তব্ধ করা যাবেনা।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে ছাত্রদল নেতা-কর্মীরা যে কোন ত্যাগ শিকার করতে রাজপথে প্রস্তুত রয়েছে।
তারা ন্যাক্কারজনক মিথ্যা মামলায় আকরামুল হাসান মিন্টুকে আটকের পর রিমান্ডে নেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানান।