শনিবার, ১৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সোহরাওয়ার্দী উদ্যানের নাগরিক সমাবেশে মানুষের ঢল ।। লালমোহন বিডিনিউজ
সোহরাওয়ার্দী উদ্যানের নাগরিক সমাবেশে মানুষের ঢল ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : একাত্তরে ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ।
শনিবার সকাল থেকেই সমাবেশে জনতার ঢল নেমেছে। সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশে অবস্থান করে দেখা গেছে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকার আশপাশের নানা এলাকা থেকে আসা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসছেন ।
উৎসবমুখর পরিবেশে ‘জয় বাংলা’ শ্লোগান দিতে দিতে তারা সমাবেশ স্থলে প্রবেশ করছেন। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সুসজ্জিত পোশাকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হচ্ছেন। প্রতিটি প্রবেশ পথে উপচে পড়া ভিড় দেখা গেছে।
আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশ শুরু হলেও এরই মধ্যো কানায় কানায় ভরে ওঠেছে সোহরাওয়ার্দী উদ্যান।