রবিবার, ২৪ মে ২০১৫
প্রথম পাতা » রাজধানী | শিরোনাম | সর্বশেষ » অবৈধভাবে বিদেশ যাওয়া রোধে কঠোর নজরদারির নির্দেশ ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা
অবৈধভাবে বিদেশ যাওয়া রোধে কঠোর নজরদারির নির্দেশ ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা
লালমোহন বিডি নউজ ডেস্ক: অবৈধভাবে বিদেশ যাওয়া রোধে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মানসিকভাবে অসুস্থরাই দালাল ধরে সাগরপথে বিদেশ যাওয়ার চেষ্টা করছে।
রোববার সকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, অবৈধপথে বিদেশ যাওয়া অভাবের কারণে নয়, আয় রোজগারের সোনার হরিণের পেছনে ছোটার মানসিকতা। যারা অবৈধভাবে বিদেশে যাচ্ছে তারা দেশের সুনাম ক্ষুণ্ণ করছে। দালালদের শাস্তির আওতায় আনতে হবে এবং যারা যাচ্ছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। দালালের হাতে যে টাকা দিচ্ছে, সে টাকা দিয়ে যদি নিজেরা কিছু করে- তাহলে অনেক ভালভাবে থাকতে পারবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য