
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহন মিনিবাস উল্টে ৩০ জেডিসি পরীক্ষার্থী আহত ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন মিনিবাস উল্টে ৩০ জেডিসি পরীক্ষার্থী আহত ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের পাটওয়ারী হাট দাখিল মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থীদের নিয়ে একটি মিনিবাস লালমোহন যাওয়ার পথে লর্ডহার্ডিঞ্জ নতুন বাজার এলাকার বানচাপুর এলাকায় এসে উল্টে যায় ।
এসময় গাড়ীতে থাকা পরীক্ষার্থীসহ প্রায় ৩০ জন যাত্রী আহত হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে
পাটওয়ারী হাট দাখিল মাদ্রাসার প্রায ৪১জন জেডিসি পরিক্ষার্থী নিয়ে মিনিবাসটি লালমোহন রওনা করে । পথ্যিমধ্যে বানচাপুর গ্রাম এলাকায় এসে একটি অটো রিক্সাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় মিনিবাসটি ।
এতে প্রায় ৩০জন পরিক্ষার্থী আহত হয় । স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে লর্ডহার্ডিঞ্জ কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২০ জনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের কে লালমোহন সদর হাসপাতালে প্রেরণ করেন ।