বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » রাজধানীতে আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষ, ভাংচুর ।। লালমোহন বিডিনিউজ
রাজধানীতে আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষ, ভাংচুর ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : রাজধানীর আজিমপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধ ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে বেশ কয়েকটি মোটরবাইক ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ান করা হয়েছে।
বিবাদে জড়ানো দুইটি পক্ষের একটির নেতৃত্ব দিচ্ছেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের অনুসারী কাউন্সিলর আবু আহমেদ মান্নাফি।
সূত্র জানায়, আজিমপুরের পার্ল হারবার কমিউনিটি সেন্টারে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আয়োজন করে শাহ আলম মুরাদ। অন্যদিকে কমিউনিটি সেন্টারের উল্টো পাশে রাস্তার উপর বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে মান্নাফির অনুসারীরা। মগবাজার-মালিবাগ ফ্লাইওভার উদ্বোধনের দিন মান্নাফিকে লাঞ্চিত করার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে তারা। এদিকে গতকাল রাতে কমিউনিটি সেন্টারের প্রবেশ পথ বন্ধ করে সিটি করপোরেশনের ৪/৫টি ময়লার গাড়ি ফেলে যায়। সকালে মুরাদের অনুসারীরা এ অবস্থা দেখে মেয়রের পদত্যাগের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে। কিছুক্ষণ পর সেখানে মান্নাফির অনুসারীরা আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই গ্রুপের সঙ্গেই পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে দুইটি পক্ষই একে অপরের উপর হামলা করে। কমিউটিনি সেন্টারের সামনে থাকা বাইক ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেখানে দুই পক্ষেরই বাইক রাখা ছিল।
এ বিষয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ বলেন, আমাদের কর্মসূচিতে বাধা দেয়া মানে আওয়ামী লীগকে বাধা দেয়া। কারা ময়লা ফেলে রেখে গেছেন তা আপনারাই খোঁজ নিয়ে দেখেন। কাউন্সিলর আবু আহমেদ মান্নাফি বলেন, ময়লা কারা ফেলে গেছে জানি না। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতে চাই।
এ বিষয়ে পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে আছে। অতিরিক্ত পুলিশের জন্য খবর দেয়া হয়েছে।