১১ বছর বয়সেই গ্র্যাজুয়েট
লালমোহন বিডি নিইজ ডেস্ক : ইন্দো-আমেরিকান এক (হোম স্কুলড বয়) শিক্ষার্থী মাত্র ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রের একটি কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে সবাইকে চমকে দিয়েছে। সে মোট তিনটি ডিগ্রি নিয়েছে। এর মধ্যে রয়েছে গণিত, বিজ্ঞান ও বিদেশি ভাষা শিক্ষা।
এই শিক্ষার্থীর নাম তানিস্ক আব্রাহাম। সে ক্যালিফোর্নিয়ার স্যাকরামেন্টোতে বাস করে। স্যাকরামেন্টোর আমেরিকান রিভার কলেজ থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি নিয়েছে আব্রাহাম। এ বছরে এই কলেজ থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি নেয়া ১৮০০ শিক্ষার্থীর মধ্যে তার বয়স সবচেয়ে কম।
আমেরিকান রিভার কলেজের মুখপাত্র স্কট ক্রাউ এনবিসি নিউজকে বলেছেন, মনে করা হচ্ছে সেই সর্বকালের কম বয়সী গ্র্যাজুয়েট।
গত বছর আব্রাহাম হাই স্কুল গ্র্যাজুয়েটে কমবয়সীদের মধ্যে অন্যতম একজন ছিলো। ৭ বছর বয়স থেকে হোম-স্কুল শুরু করা এই শিক্ষার্থী গত বছরের মার্চে একটি রাষ্ট্রীয় পরীক্ষায় (স্টেট এক্সাম) পাশ করেছে। এর ফলে তার হাই স্কুল ডিপ্লোমার অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ড যে যথাযথ মানের সে প্রমাণ মিলেছে। তার এই কৃতিত্ব বারাক ওবামাকেও আকর্ষিত করেছে। বারাক ওবামা আব্রাহামকে একটি ধন্যবাদ চিঠি পাঠিয়েছেন।
আব্রাহাম মাত্র চার বছর বয়সে উচ্চ পর্যায়ের আইকিউ সোসাইটি মেনসাতে যোগদান করে। সে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছে, এই অর্জন তার কাছে বড় কিছু নয়।
সে ফক্স নিউজকে বলেছে, আমি শিখতে পছন্দ করি। আমি আমার সেই গভীর ইচ্ছাকেই অনুসরণ করেছি এবং সফলভাবে শেষ করেছি।