সোমবার, ১৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | মুক্তমত | রাজধানী | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » ৭ই মার্চকে জাতীয় দিবস ঘোষণার দাবিতে ছাত্র/ছাত্রী কল্যাণ সমিতির সমাবেশ ও র্যালী ।। লালমোহন বিডিনিউজ
৭ই মার্চকে জাতীয় দিবস ঘোষণার দাবিতে ছাত্র/ছাত্রী কল্যাণ সমিতির সমাবেশ ও র্যালী ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে লালমোহন ফাউন্ডেশন ঢাকা এবং লালমোহন ও তজুমদ্দিন থানা ছাত্র/ছাত্রী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর আন্তর্জাতিক ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি লাভ করায় লালমোহন ও তজুমদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির নিজস্ব উদ্দোগে ৭ই মার্চকে জাতীয় দিবস ঘোষণার দাবিতে” এক সমাবেশ ও র্যালী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসিবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি র্যালী সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান সকাল ১১ টায় র্যালী উদ্বোধন করবেন।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. হারুন অর-রশীদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ফারজানা ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস অহিদুজ্জামান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইসমাইল খাঁন, একুশে পদকপ্রাপ্ত কবি আসলাম সানি, কবি নির্মলেন্দু গুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ-সহ জাতীয় ও আন্তর্জাতিক মানের শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে ।