রবিবার, ১২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ডিসেম্বরে ১২৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও চারটি পৌরসভায় ভোট- নির্বাচন কমিশন ।। লালমোহন বিডিনিউজ
ডিসেম্বরে ১২৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও চারটি পৌরসভায় ভোট- নির্বাচন কমিশন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : আগামী ২৮ ডিসেম্বর ১২৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও চারটি পৌরসভায় ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার এসব ইউপি ও পৌরসভার তফসিল ঘোষণা করে ইসি।
ইসির ঘোয়িত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ নভেম্বর, পৌরসভার মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৮ ও ২৯ নভেম্বর এবং ইউপির মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৮ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোট ২৮ ডিসেম্বর।
তফসিল ঘোষণার বিষয়টি জানান ইসির যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান।
তিনি বলেন, ঘোষিত ২৮ ডিসেম্বর চারটি পৌরসভায় (জামালপুরের বকশিগঞ্জ, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাংগা ও নাটোরের বনপাড়া পৌরসভা) সাধারণ ও তিনটি পৌরসভায় (নরসিংদীর মাধবদী, চুয়াডাংগার চুয়াডাংগা ও শেরপুরের শেরপুর পৌরসভার একটি করে ওয়ার্ডে কাউন্সিলর পদ) উপ-নির্বাচন, ৯১টি ইউপির বিভিন্ন পদে উপ-নির্বাচন এবং ৩৪ ইউপিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া এদিন বগুড়ার শেরপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।