রবিবার, ১২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের নেতৃত্বে মিছিল নিয়ে সমাবেশে যোগদান।। লালমোহন বিডিনিউজ
সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের নেতৃত্বে মিছিল নিয়ে সমাবেশে যোগদান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,কামরুজ্জামান শাহীন,চরফ্যাশন:সাবেক সংসদ সদস্য চরফ্যাশন-মনপুরার গনমানুষের নেতা আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের নেতৃত্বে ঢাকায় সোহরাওয়াদ্দীন উদ্যানের সমাবেশে বিএনপি ও অংগসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিশাল মিছিল সহকারে যোগদান করেন। রোববার(১২নভেম্বর) দুপুরের দিকে নেতাকর্মীদের নিয়ে সে সমাবেশ স্থলে আসেন।
এসময় মিছিলে উল্লেখ্যযোগ্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক চরফ্যাশন পৌরসভার মেয়র আলহাজ্ব আমিনুল ইসলাম মিন্টিজ মিয়া, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক জিন্নাঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মঞ্জুর হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাবেক চরফ্যাশন পৌরসভার কাউন্সিলর মীর ছায়েদ, দক্ষিণ আইচা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুখ মাষ্টার, নুরাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব ফিরোজ কিবরিয়া ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খান রাসেল সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।