রবিবার, ১২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » রাজধানীজুড়ে যানবাহনের ‘কৃত্রিম সংকট, দুর্ভোগে জনসাধারণ ।। লালমোহন বিডিনিউজ
রাজধানীজুড়ে যানবাহনের ‘কৃত্রিম সংকট, দুর্ভোগে জনসাধারণ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বিএনপির সমাবেশে যোগ দিতে সকাল এরই মধ্যে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন রাজধানীর বিভিন্ন স্থানে। কেউ কেউ সমাবেশস্থলে পৌঁছেও গেছেন। দুপুর ২টা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে শুরু হবে সমাবেশ। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে ভীড় করছেন নেতাকর্মীরা। তবে সকাল থেকে পুরো রাজধানীজুড়ে যানবাহনের ‘কৃত্রিম সংকট’ শুরু হয়েছে বলে দাবি করেছে দলটির নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে বাস না পেয়ে নগরীর জনসাধারণ পড়েছেন চরম দুর্ভোগে।
বিএনপির এ সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ যান চলাচল বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। বিশেষ করে শাহবাগ, মগবাজার, কাকরাইল, পল্টন, গুলিস্তান, মিরপুর, গাবতলী, যাত্রাবাড়ী সহ বেশ কয়েকটি সড়কে গণপরিবহন নেই বললেই চলে। গুটিকয়েক রিকশা ও প্রাইভেট কার ছাড়া আর কোনো যানবাহন বন্ধই রয়েছে। এর ফলে সকাল থেকে রাজধানীতে অফিসগামী মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। অনেকে পায়ে হেঁটে অফিসে গিয়েছেন।
এদিকে রাজধানীর বাইরে থেকেও আসছে কোনো যানবাহন। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সড়কে, ঢাকা-মাওয়া সড়ক সহ দেশের বিভিন্ন মহসড়কে ঢাকামুখী পরিবহন বন্ধ রয়েছে।
সকাল সাড়ে দশটা নাগাদ মাওয়া সড়কে ঢাকামুখী যাত্রীবাহী বাস বা লেগুনা চোখে পরেনি। মহাসড়কের হাসাড়া, ষোলঘর, ছনবাড়ি, বেজগাও, মাশুরগাও এবং সমষপুর বাস ষ্ট্যান্ডে গিয়ে দেখা যায় শতশত যাত্রী ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষা করছেণ। ঢাকার সন্নিকটে হওয়ায় এখানকার অনেক মানুষ প্রতিদিন যাওয়া আসা করে ঢাকায় অফিস ও ব্যবসা-বানিজ্য করেন। তারা পরেছেন বেশ বিপাকে। ঢাকার ইসলাম পুরের কাপড় ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, কোন রকম ঘোষণা ছাড়াই যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া ঠিক হয়নি। বেজগাও বাসষ্ট্যান্ডে অসুস্থ্য ছেলেকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাবেন বলে অপেক্ষা করছিলেন আয়েশা বেগম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিরোধ আওয়ামী লীগ-বিএনপির আর তার খেসারত দিমু আমরা । মানুষ মইরাগেলে তাগো কি?
ঢাকা-মাওয়া মহাসড়কের পাশাপাশি ঢাকা-দোহার, ঢাকা-সিংপাড়া, ঢাকা-বাড়ৈখালী ও ঢাকা-নওপাড়া সড়কওে ঢাকা মুখী যান চলাচল বন্ধ রয়েছে। শ্রীনগর উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী জানান, সরকারের এমন আচরণ দমন পীরনের অংশ। উপজেলা বিএনপির নেতা কর্মীদের অনেকে বিকল্প রাস্তায় ঢাকার সমাবেশে যোগ দেয়ার চেষ্টা করছেন।