রবিবার, ১২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » ভোলার মনপুরায় বেকারী কারখানা আগুনে পুড়ে ছাই ।। লালমোহন বিডিনিউজ
ভোলার মনপুরায় বেকারী কারখানা আগুনে পুড়ে ছাই ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সীমান্ত হেলাল, মনপুরা প্রতিনিধি : মনপুরায় বেকারী কারখানায় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।
১২ নভেম্বর রবিবার আনুমানিক রাত পৌনে ৩ টায় হাজীর হাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নিয়ন্ত্রনে আনতে ফায়ার সার্ভিসের প্রায় এক ঘন্টা সময় লাগে।
ঘটনা সূত্রে জানা যায়, রাত পৌনে ৩ টায় উপজেলার হাজীর হাট বাজারে অবস্থিত মুকুল বেকারীতে আগুন লাগে।
এসময় স্থানীয় বাসিন্দারা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। এলাকাবাসী জড়ো হতে থাকে।
বাজারে থাকা পাহাড়াদাররা মনপুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফোন করে এবং বাজার মসজিদের মাইকে আগুনের বিষয়টি ঘোষনা করা হয়।
পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় তারা।
যতক্ষনে আগুন নিয়ন্ত্রনে আসে ততক্ষনে মুকুল বেকারীর কারখানার ঘরটি পুড়ে ছাই হয়ে যায় এবং কারখানার ভেতরে থাকা তৈরীকৃত বিভিন্ন খাদ্য সামগ্রী পুড়ে যায়।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী ও বাজার পাহাড়াদাররা জানান, আমরা বাজারে পাহাড়া দিচ্ছিলাম। রাত পৌনে ৩ টার দিকে হঠাৎ আগুন দেখতে পাই। তখন আমরা আগুন আগুন বলে চিৎকার করি এবং ফায়ার সার্ভিসের মোবাইল নাম্বারে ফোন করি।
মনপুরা ফায়ার সার্ভিস ও সিভল ডিফেন্স স্টেশন লিডার মোঃ জসিম উদ্দিন চৌধুরী বলেন, আমরা যথারীতি অফিসে ছিলাম। কেউ একজন আমাদের কাছে হাজীর হাট বাজারে আগুন লেগেছে বলে ফোন করে। আমরা ফোন পাওয়ার ৫ মিনিটের মাথায় ঘটনাস্থলে চলে আসি এবং আমাদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা একাগ্রতার সহিত কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।