শনিবার, ১১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পৌর যুবলীগের আয়োজনে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে পৌর যুবলীগের আয়োজনে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন লালমোহন : লালমোহনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ আমেজে পৌর যুবলীগের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১১ নভেম্বর ২০১৭ইং শনিবার দিনব্যাপী পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনাসভা, কেক কাটা, দোআ মোনাজাত অনুষ্ঠানসহ বিস্তারিত কর্মসূচী পালন করা হয়। লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নানান কর্মসূচী নেওয়া হয়েছে বলে জানান পৌর যুবলীগের বিপ্লবী সভাপতি ফরহাদ হোসেন মেহের ও সংগ্রামী সাধারন সম্পাদক আমিনুল ইসলাম । সকাল সাড়ে ৮টায় পৌর যুবলীগ অফিসের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকাল ৩টায় বর্নাঢ্য এক রেলী থানার মোড় থেকে শুরু হয়ে পৌর শহর লালমোহন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ অফিসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় শুরুর আগেই কেক কাটা হয়। পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহেরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার। পৌর যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর হেলাল উদ্দিন, পৌর আওয়ামীলীগ নেতা কাউন্সিলর মনিরুজ্জামান খোকন, পৌর শ্রমিকলীগের সভাপতি মোঃ আনিচল, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জোবায়ের, পৌর যুবলীগের সহসভাপতি হাসান খলিফা, বাচ্চু মুন্সি, জীবন খান, ইউনুছ ফরাজি, বেল্লাল হাওলাদার, মোঃ নসু, মোঃ বাকের, যুগ্ম সম্পাদক মাসুদ রানা রনি, সাংগঠনিক সম্পাদক আল আমিন, আইন সম্পাদক নুরুল আমিন, দপ্তর সম্পাদক কাজি জাফর, স্বাস্থ্য সম্পাদক কামাল, অর্থ সম্পাদক সোহেল, ক্রীড়া সম্পাদক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক সামসুদ্দিন মাষ্টার, তথ্য সম্পাদক বজলু, ত্রান সম্পাদক আকবর প্রমুখ। বাদ আসর দোআ মোনাজাত অনুষ্ঠান করা হয়। স্বাধীনতার স্থপতি শেখ মজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণিসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোআ করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আয়োজন সফল করতে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ পৌর যুবলীগের সকল নেতাকর্মী কর্মসূচি পালনে অংশ নেয়। সভায় বক্তারা বলেন, এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন লালমোহনে সব ধরনের উন্নয়ন করেছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের এ নেতার বিকল্প নেই। আগামী নির্বাচনে সবাইকে মাঠে নেমে নৌকা মার্কার পক্ষে কাজ করার আহবান জানানো হয়।