
শনিবার, ২৩ মে ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » অল্পোতে রক্ষা পেলো এমভি দিঘলদী লঞ্চের হাজারো যাত্রী
অল্পোতে রক্ষা পেলো এমভি দিঘলদী লঞ্চের হাজারো যাত্রী
ভোলা সংবাদদাতা : অল্পোতে রক্ষা পেলো ভোলা-ঢাকা রুটের এমভি দিঘলদী লঞ্চের প্রায় এক হাজার যাত্রী। শুক্রবার রাত ৩টায় চালকের গাফলতির কারনে চাঁদপুরের ষাটনল এলাকার ডাকাতিয়া নদীর মধ্যে একটি মালবাহী কারগো (বলগেট) জাহাজের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিকট শব্দে পুরো লঞ্চ কেপে উঠে। এসময় যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পরে।
লঞ্চের কেবিনে থাকা যাত্রী পাপ্পু সাহা ও আমিরুল ইসলাম রতন জানান, দির্ঘ সময় ধরে লঞ্চ চালক কোন রকম বাতি না জ্বালিয়ে লঞ্চটি চালাচ্ছিলেন। এতে করে হঠাৎ একটি কারগো জাহাজের সাথে ধাক্কা লাগে। ধাক্কা খেয়ে কারগো জাহাজটি ছিটকে প্রায় ১০ থেকে ১৫ হাত দুরে চলে যায়।
অপর যাত্রী দীপঙ্কর জানান, আমরা ভেবেছিলাম লঞ্চটির কোন এক সাইড ভেঙ্গে গেছে। এতগুলো মানুষের জীবন যার হাতে তার আরো সাবধানে দায়িত্ব পালন করা উচিৎ।
এ ঘটনার জন্য যাত্রীরা লঞ্চ চালককে দায়ি করে এবং এমন দায়িত্বহীন কাজের জন্য দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেন।
তবে লঞ্চ চালক মঞ্জুরুল ইসলাম জানান, সে তার গতিতে লঞ্চ চালাচ্ছিলেন কিন্তু একটি মালবাহী বলগেট হঠাৎ করে পাশ থেকে লঞ্চের সাথে ধাক্তা লাগে।