শনিবার, ১১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি ।। লালমোহন বিডিনিউজ
২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : ২৩ শর্তে বিএনপিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
তিনি বলেন, আমাদের সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। কিন্তু সঙ্গে ২৩টি শর্ত দেয়া হয়েছে। তিনি আরো বলেন, রাজনৈতিকভাবে বিএনপির এ সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি সরকার আমাদের সার্বিক সহযোগিতা করবে।