শনিবার, ১১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শশীভূষণ | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে মুন লাইট প্রি-ক্যাডেট স্কুলের পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাসনে মুন লাইট প্রি-ক্যাডেট স্কুলের পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডনিউজ, কামরুজ্জামান শাহীন,চরফ্যাসন: চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা সদরে অবস্থিত শিশুদের জন্য একমাত্র বিদ্যাপিঠ “মুন লাইট প্রি-ক্যাডেট স্কুলের” ২০১৭ সালের সমাপনি পরিক্ষার্থীদের বিদায়,মিলাদ-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১নভেম্বর) সকাল সাড়ে ৮টায় মুন লাইট প্রি-ক্যাডেট স্কুলের মিলনায়তন শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে হল রুমে অনুষ্ঠিত হয়।
মুন লাইট প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ প্রভাষক বেল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম পন্ডিত, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বেগম রহিমা ইসলাম কলেজের প্রভাষক ইকবাল হোসেন খোকন, শশীভূষন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন,পশ্চিম উমরাবাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুর রহমান, এসময় ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তৃতা করেন, প্রাক্তন ছাত্রী মারিয়াম বেল্লাল মৌন, বিদায়ী ছাত্রী নুসরাত জাহান নদিয়া, অধ্যয়নরত ছাত্রী ঈদিয়া।
মানপত্র পাঠ করেন বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষে জান্নাতুল মাওয়া জুই, ও অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের পক্ষে নুসরাত জাহান মুহিনী, কোরআন তেলোয়াত করেন, মুন লাইট প্রি-ক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেীনির ছাত্র মো.তামিম।
এসময় আরো উপস্থিত ছিলেন, আলহাজ¦ রফিকুল ইসলাম কাঞ্চন সহ-সভাপতি বাংলাদেশ আ’লীগ রসুলপুর ইউনিয়ন,সাংবাদিক কামরুজ্জামান শাহীন,পল্লী চিকিৎসক ডাঃ আঃ সাত্তার। ছাত্র-ছাত্রীদের অভিভাবক, সুধী বৃন্দ ও মুন লাইট প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, মুন লাইট প্রি-ক্যাডেট স্কুলের প্রাক্তন ছাত্রী তানজিদা বেল্লাল মুন, দোয়া-মুনাজাত পরিচালনা করেন মুন লাইট প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক মাওঃ মোঃ হাফেজ আহাম্মদ।