
শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সেরা করদাতার সম্মাননা ক্রেষ্ট পেলেন মনোরঞ্জন চন্দ জয়হিন্দ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে সেরা করদাতার সম্মাননা ক্রেষ্ট পেলেন মনোরঞ্জন চন্দ জয়হিন্দ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নুরুল আমিন লালমোহন: লালমোহনে সেরা করদাতার সম্মাননা ক্রেষ্ট পেলেন মনোরঞ্জন চন্দ জয়হিন্দ। দীর্ঘ সময়ে নিয়মিত আয়কর প্রদান করায় কর অঞ্চল বরিশালের আওতাধীন সার্কেল-১৬ লালমোহনের সেরা করদাতা হিসাবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। ৮ /১১/২০১৭ ইং বুধবার বেলা ১১ টায় বরিশাল হোটেল গ্রান্ড পার্কের সাউথ গেট বল রুমে বরিশাল কর অঞ্চল অফিসের আয়োজনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন বরিশাল-৫ আসনের এমপি জেবুন্নেসা আফরোজ। অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৬ জেলার ৫৫ জন করদাতাকে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়। ভোলা জেলার লালমোহন উপজেলা পুজা উদযাপন পরিষদ ও কেন্দ্রীয় মদন মোহন মন্দির পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মনোরঞ্জন চন্দ জয়হিন্দ ভোলা জেলার লালমোহন থেকে দীর্ঘ সময় আয়কর প্রদানকারী হিসাবে একমাত্র সেরা করদাতার সম্মাননা পাওয়ায় বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়। ২০১৬ - ২০১৭ কর বছরে ভোলা জেলার দীর্ঘ সময় একমাত্র কর প্রদানকারী হিসাবে এ সম্মাননা দেওয়া হয়। জয়হিন্দ বাবু শারিরীক অসুস্থতার কারনে তার পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহন করেন তার একমাত্র সুযোগ্য সন্তান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত চন্দ পন্টি।