শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি দিশেহারা সাধারন মানুষ।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি দিশেহারা সাধারন মানুষ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,কামরুজ্জামান শাহীন,চরফ্যাশন: দফায় দফায় বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্যের দাম । এতে চরফ্যাশনের সাধারন আয়ের পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে।
গত এক সপ্তাহের ব্যবধানে বেগুন, পেঁয়াজ, রসুন, আলু, শসা, আদা, কাঁচা মরিচ ও পেঁয়াজসহ অধিকাংশ শাক-সবজির দাম কেজিপ্রতি গড়ে ৫ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এর মধ্যে পেঁয়াজ, আদা ও কাঁচা মরিচ অনেকটাই ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।
ক্রেতাদের অভিযোগ, নিয়মিত বাজার মনিটরিং না থাকায় বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। তবে বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে।
চরফ্যাশন বাজারসহ কয়েকটি বাজারের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় বেড়ে কেজিপ্রতি বেগুন ৫৫ টাকার স্থলে ৬০ টাকা, আলু ১২ টাকার স্থলে ১৫ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকার স্থলে ১৫০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকার স্থলে ৮০ টাকা, শসা ৪৫ টাকার স্থলে ৫০ টাকা, রসুন ৭৫ টাকার স্থলে ৮০ টাকা এবং আদা ১৫০ টাকার স্থলে ১৮০ টাকা, মিষ্টি কুমর ২০ স্থলে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
তবে কিছুটা স্বাভাবিক রয়েছে পোট্রি মুরগি ও মাছের দাম। প্রতি কেজি পোট্রি মুরগি ১১০ টাকা, দেশি মুরগি ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা, গরুর মাংস ৫০০ টাকা এবং খাসির মাংস ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, নিয়মিত মনিটরিং না থাকায় বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। কখনো সরবরাহ কম থাকা, কখনো পরিবহন ভাড়া বৃদ্ধি, আবার কখনো কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে।
তবে জাহাঙ্গীর ও সালামসহ কাঁচাবাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, সরবরাহ কম থাকায় কিছু পণ্য দ্রব্যের দাম বেড়েছে। কয়েকদিনের মধ্যে কমে যেতে পারে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন বলেন, অনৈতিকভাবে পণ্যের দাম বাড়ানোর অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।