শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » অ্যাম্বুলেন্সে মিলেছে ৯৫ কেজি গাঁজা ! লালমোহন বিডিনিউজ
অ্যাম্বুলেন্সে মিলেছে ৯৫ কেজি গাঁজা ! লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : জরুরী রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে মিলেছে ৯৫ কেজি গাঁজা। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের টিক্কাপাড়া পানির পাম্পের কাছে
অ্যাম্বুলেন্স থেকে এ গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়। আটকৃতরা হলেন- মো. সবুজ (২৫), মো. মিলন (২৮) ও মো. জাহিদ হাসান (২৪)। ডিবি দক্ষিণের কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাঁচপুর সেতু দিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজধানীতে প্রবেশ করে। গোয়েন্দা পুলিশ থামার সংকেত দিলে অ্যাম্বুলেন্সটি সাইরেন বাজিয়ে দ্রুত চলে যায়।
পরে অনুসন্ধান চালিয়ে অ্যাম্বুলেন্সটি মোহাম্মদপুর এলাকায় সন্ধান পাওয়া যায়। পুলিশ অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে ভেতরে কোনো রোগী পায়নি। পাওয়া গেছে ৬ বস্তায় ৯৫ কেজি গাঁজা।
পুলিশ জানায়, গাঁজার উৎস জানা যায়নি। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তা জানা যাবে। মনে হচ্ছে সীমান্ত এলাকা থেকে এনেছে।