শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » প্রমাণ হয়েছে আ”লীগ কতটা গণতান্ত্রিক ও আন্তরিক- ওবায়দুল কাদের ।। লালমোহন বিডিনিউজ
প্রমাণ হয়েছে আ”লীগ কতটা গণতান্ত্রিক ও আন্তরিক- ওবায়দুল কাদের ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করতে অনুমতি দেয়ায় প্রমাণ হয়েছে আওয়ামী লীগ কতটা গণতান্ত্রিক, আর কতটা আন্তরিক- এমনটাই বললেন সড়কপরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি।
ওবায়দুর কাদের বলেন, নূর হোসেন গণতন্ত্রের জন্য নিজের রক্ত দিয়ে গেছেন। জীবন দিয়ে গেছেন। নূর হোসেনের স্বপ্নের গণতন্ত্রই এই সরকার ধারণ করছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, আওয়ামী লীগ আহ্বান জানালেও বিএনপি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে, না জানালেও করবে। তবে আওয়ামী লীগ চায়, বিএনপিসহ সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন।