বুধবার, ৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ইমামের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ইমামের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি:ভোলার বোরহানউদ্দিন উপজেলার পশ্চিম কাচিয়া রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক জেএসসি পরীক্ষার্থীকে ওই এলাকার লস্কর বাড়ি মসজিদের ইমাম ও জামায়াতের রোকন শহিদুল্লাহ কতৃক যৌন হয়রানীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। ওই স্কুলের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ থেকে জানা যায়, পহেলা নভেম্বর থেকে শুরু হওয়া জেএসসি পরীক্ষা দিতে আসা যাওয়ার পথে যৌন হয়রানী মূলক বিভিন্ন অশ্লীল কথা বলে। ওই সময় শহিদুল্লাহ তাকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ে না করলে তাক উঠিয়ে নিয়ে যাবার হুমকি দেয় বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়।
দুই সন্তানের জননী শহিদুল্লাহর স্ত্রী মরিয়ম বেগম জানান, তার স্বামীর নৈতিক চরিত্র ভালোনা। বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করলে কথায় কথায় তার উপর শারীরিক নির্যাতন চালায়। তার স্বামী একটি রাজনৈতিক দলের রোকন। তাকে মহিলা বিভাগের দ্বায়িত্ব নিতে বলে। কিন্তু ওই দ্বায়িত্ব নিতে অস্বীকার করায় তার উপর পাশবিক নির্যাতন চালায়।
এ ব্যাপারে পশ্চিম কাচিয়া রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, শিক্ষার্থীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতির সাথে আলাপ করে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসাকে জানানো হয়েছে।
স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী আহম্মদউল্লাহ জানান, বিষয়টি অবশ্যই দু:খজনক। এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
তবে এ ব্যাপারে ইমাম শহিদুল্লাহ জানান, এ ঘটনা মিথ্যা ও বানোয়াট। তাকে ফাঁসানোর জন্য একটি মহল এ ঘটনা সাজিয়েছে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার আঃ কুদ্দুস জানায়, অভিযোগ পেয়েছি। আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।
সংযুক্তিঃ লিখিত অভিযোগের কপি।