বুধবার, ৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ডিজিটাল নব জাগরণে আইসিটি উন্নয়নে এমপি শাওন ।।লালমোহন বিডিনিউজ
ডিজিটাল নব জাগরণে আইসিটি উন্নয়নে এমপি শাওন ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,সাদির হোসেন রাহিম তজুমদ্দিন :তরুণেরাই গড়বে নতুন দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে দ্বীপবন্ধু নামে পরিচিত ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন তার নির্বাচনি এলাকাতে ডিজিটাল নব জাগরণে আইসিটি উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছেন। এখানকার সকল স্তরের মানুষকে তথ্য প্রযুক্তির আওতায় আনার জন্য নির্লস ভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি লালমোহনে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক নির্মাণ করে সর্ব মহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন। এ পার্কটি সকল শ্রেনি পেশার মানুষের জন্য বিনোদনের অনন্য একটি মাধ্যম। পার্ক এরিয়ার মধ্যে বিনামূল্যে ওয়াইফাই সেবা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন শুরু হয় ২০০৯ সালে। বিগত আট বছরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভূতপূর্ব সম্প্রসারণ ঘটেছে।
এ ধারাকে অব্যাহত রাখতে প্রযুক্তি ভিত্তিক সকল তথ্য সেবা লালমোহন-তজুমদ্দিনের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন সাংসদ শাওন। তিনি এখানকার মানুষকে তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে দুই উপজেলায় দুইটি আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। প্রশিক্ষণ কেন্দ্রের নামকরণ করা হয়েছে “নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রী আইসিটি প্রশিক্ষণ প্রোগ্রাম” নামে। এই প্রশিক্ষণ কেন্দ্র গুলোতে বিনামূল্যে ১মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয় ও সনদ দেয়া হয়।
এ সকল ডিজিটাল কর্মকান্ডের সুফল স্বরূপ লালমোহন-তজুমদ্দিনের প্রায় ৭৫% মানুষ ফেসবুকে একাউন্ট খুলে ফেসবুকের সাথে কানেক্ট হয়েছেন। তারা এখন অন্যান্য উপজেলার মানুষের চাইতে অনেক বেশি সচেতন। তাদের এলাকার কোথাও কোনো সমস্যা বা অনিয়ম দেখলে তারা বিষয়টি তাৎক্ষনিক ফেসবুকের মাধ্যমে সাংসদ শাওনকে অবগত করেন। এছাড়া ভোলা-৩ আসনে আওয়ামীলীগ সরকারের আমলে যে সকল উন্নয়ন হয়েছে বা চলমান রয়েছে তারা এসকল উন্নয়নের সংবাদ গুলো ফেসবুকের মাধ্যমে প্রচার করেন।
এছাড়াও নির্বাচনি এলাকার জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এমপি শাওন সাধারন মানুষের সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। তিনি জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে “আমার এমপি ডট কম” নামক একটি স্বেচ্ছাসেবী সামাজিক ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়েছেন এই ওয়েবসাইটের মাধ্যমে সাধারন জনগণ এমপি শাওনকে সরাসরি যেকোনো বিষয়ে প্রশ্ন করার সুযোগ পাচ্ছে। এই ওয়েবসাইটের জরিপ অনুযায়ী জনগণের কাছে জবাবদিহিতায় তাদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি সমস্যাগুলোর সমাধান করে বাংলাদেশের সকল এমপিদের মধ্যে ১ম স্থানে রয়েছে এমপি শাওন। এছাড়াও তিনি প্রতি মাসে একবার ফেসবুক লাইভে জনগণের প্রশ্নের মুখোমুখি হন ও সরাসরি প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।
বিশেষজ্ঞদের মতে ভোলা-৩ আসনে এমপি শাওনের তথ্য প্রযুক্তি ভিত্তিক এ সকল অবিস্মরণীয় উন্নয়ন ও অগ্রগতি এক সময় ডিজিটাল রেনেসাঁ বা ডিজিটাল নবজাগরণের প্রতিক হিসেবে পরিচিত লাভ করবে।