রবিবার, ৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে নানা বাড়ীতে বেড়াতে এসে লাশ হলো তাহামনি।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে নানা বাড়ীতে বেড়াতে এসে লাশ হলো তাহামনি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন পৌরসভায় মায়ের সাথে নানা বাড়ীতে বেড়াতে এস লাশ হলো তাহামনি(দের বছর)নামের এক কণ্যা শিশু। রোববার(৫নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডে আমিন বাড়ীর ইকবাল মিয়ার নাতনী তাহামনি কদিন আগে মায়ের সাথে বেড়াতে আসেন নানা বাড়ী। রোববার দুপুরে সকলের অজান্তে বাড়ীর পুকুরের পানিতে পড়ে মারা যায়। তাহামনি চরফ্যাশন উপজেলার জনতা বাজার এলাকার রিপন মিয়ার মেয়ে। অবুঝ শিশুর অকাল মৃত্যুতে পরিবার চলছে শোকের মাতম।